Loading…

Testimonial

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অধ্যক্ষ প্রমোদ রঞ্জন বড়ুয়া

১৭ জানুয়ারী ১৯৯৪ খৃষ্টাব্দের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা (সংস্কৃত ও পালি) বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, যিনি চট্টগ্রাম কলেজের পালি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন পরবর্তী অধ্যক্ষ হিসেবে অবসরপ্রাপ্ত হয়েছিলেন, সদ্ধর্ম বিশারদ, অধ্যক্ষ প্রমোদ রঞ্জন বড়ুয়া প্রয়াণ লাভ করেন। তার ২৭ তম প্রয়াণ বার্ষিকী। প্রয়াত এ মহান গুণীজনের স্মৃতি স্মরণে Bridging Generations - www.brigen.org এর শিক্ষাবৃত্তি কার্যক্রমে রিকন বড়ুয়ার শিক্ষাবৃত্তি স্পনসর করলেন তদীয় পুত্র উপাসক অশোকাঙ্কুর বড়ুয়া ও পুত্রবধূ উপাসিকা শুক্লা বড়ুয়া, অন্টারিও, কানাডা।